• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৪, ১৬:৪৫ অপরাহ্ণ
বরিশালে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন সাতলা গ্রামের মৃত হাজি মোহাম্মদ মোবারক সেরনিয়াবাদের ছেলে আঃ সালাম সেরনিয়াবাদ (৪৬) ০৮ এপ্রিল সোমবার সকাল ৬ টার দিকে তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে একতা বাজারে তার ফিডের দোকানের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বিশারকান্দি ফজলুল হক বিশ্বাসের বাড়ীর উত্তর পাশের পাকা রাস্তার উপর পৌছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ঠ-১১-৪৫১৪ একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে আঃ সালাম সেরনিয়াবাদ মোটরসাইকেল হতে ছিটকে পড়ে তার মাথায়, মুখমন্ডল, পিঠে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।