• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী,বাবা কে?

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪, ১৮:০৫ অপরাহ্ণ
বরিশালে মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী,বাবা কে?

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল সদর উপজেলার বন্দর থানার সাহেবেরহাট বাজারে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী কন্যা সন্তানের মা হয়েছেন। তবে নবজাতকের বাবা কে তা কেউ জানে না। মা-মেয়ে দুজনেই বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বন্দর থানার নারী-শিশু কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২৩ মার্চ) রাত আটটার দিকে সাহেবেরহাট বাজারে মানসিক ভারসাম্যহীন ওই নারী কন্যা সন্তান প্রসব করেছেন। পরে দুজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যেহেতু ওই নারী মানসিক ভারসাম্যহীন তাই আদালতে তাদের বিষয়টি অবহিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, শনিবার রাতে বন্দর থানার সাহেবেরহাট বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের মা হয়েছেন। মা-মেয়ে বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে আছেন। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।