• ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে মা ইলিশ শিকারে গিয়ে জেলেদের সংঘর্ষ, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ১৬:৫৫ অপরাহ্ণ
বরিশালে মা ইলিশ শিকারে গিয়ে জেলেদের সংঘর্ষ, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের মেহেন্দীগঞ্জে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারের সময় জেলেদের দুই দলের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন।

শনিবার দুপুরে নিখোঁজ ওই জেলে শাকিল হাওলাদারের (২৫) লাশ কালাবদর নদী থেকে উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে সংঘর্ষের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় অন্তত ১৫ জেলে আহত হয়েছেন।

তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার কালাবদর নদীতে কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা মা ইলিশ শিকারে নামেন।

জাল ফেলা নিয়ে দুই দলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জেলে আহত হন। পরে শাকিল হাওলাদার নিখোঁজ হন।

শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় শাকিলের লাশ দেখতে পান। পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, ‘আমরা নৌকা নিয়ে নদীতে জাল ফেলি।

এ সময় অন্য একটি দলের জেলেরা আমাদের জাল তুলে তাদের জাল ফেলতে চায়। এ নিয়ে ধাক্কাধাক্কি হয়। আমার ভাই মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে যায়। এরপর আর তাকে পাইনি।

সংঘর্ষে আহতদের মধ্যে রবিউল ইসলাম, জেলে জসীম হাওলাদার ও জাহিদ ঘরামী রয়েছেন।

জসীম হাওলাদার মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. কাদের ফরাজী বলেন, নিষেধাজ্ঞা চলাকালেও অনেক জেলে নদীতে মাছ ধরতে যায়।

জাল ফেলা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা ও বিরোধ তৈরি হয়। তারই জেরে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর থেকেই শাকিল নিখোঁজ ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন দিন-রাত অভিযান চালাচ্ছে। সংঘর্ষের বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায়।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, অবৈধভাবে ইলিশ শিকারের সময় দুই দলের মধ্যে সংঘর্ষে শাকিল হাওলাদার নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।