• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ৫ জনকে কুপিয়ে যখম

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ২০:৫৯ অপরাহ্ণ
বরিশালে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ৫ জনকে কুপিয়ে যখম

বিডি ক্রাইম ডেস্ক,বরিশালঃ 
বরিশাল নগরীতে মাদক বিক্রিতে বাঁধা প্রদান করায় ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এঘটনায় বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

মামলা সূত্রে জানাগেছে,গত সোমবার (১৮ নবেম্বর) বিকেল সারে ৫টার দিকে নগরীর ২নং ওয়ার্ডস্থ কাউনিয়া পানির ট্যাংকি এলাকায় গোপনীয় কথা আছে বলে ডেকে নিয়ে মনসা বাড়ির গলির বাসিন্দা নাসির শেখের ছেলে শুভকে অতর্কিত হামলা চালায় জানুকিসিংহ রোর্ডের এসকেন আলীর ছেলে মোঃ হুমায়ুন ওরফে ব্লেট হুমায়ুন (৩৮)।

 

এসময়, শুভর সাথে থাকা বেশ কয়েকজনের উপরও হামলা চালায় হুমায়ূনের ভাড়াটে সন্ত্রাসীরা। এতে আহত হয়, একই এলাকার বাবুল সিকদারের ছেলে রাকিব, সৈয়দ হাওলাদারের ছেলে শুভ হাওলাদার, মোঃ মজিবরের ছেলে মোঃ আদর, মোঃ জামালের মেয়ে মোসাঃ রুবি।

মামলায় অন্যান্য আসামিরা হলেন, জানুকিসিংহ রোর্ডের এসকেন আলীর ছেলে মোঃ হুমায়ুন ওরফে ব্লেট হুমায়ুন (৩৮), পানির ট্যাংকি এলাকার মোঃ মুনসুরের ছেলে রাজিব হোসেন সাগর ওরফে ইয়াবা সাগর (৩৫), নূর মোহাম্মদ ফকিরের ছেলে নিজাম ফকির(৩৭), মনসা গলির বজলুর রহমানের ছেলে টিটু (৩৬), একই এলাকার আলতাবের ছেলে মোঃ মিলন (৩৭), মৃত সোবাহান মৃধার ছেলে মোঃ মনির (৩৯), রতন ম্যাথরের ছেলে রানা ওরফে ম্যাথর রানা (৪০)।

 

স্থানীয় সূত্রে জানাগেছে, আসামীদের নামে বিগত দিনে বহু মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলার মূল আসামী মোঃ হুমায়ুন ওরফে ব্লেট হুমায়ুন ও ২নম্বর আসামী রাজিব হোসেন সাগর ওরফে ইয়াবা সাগর দীর্ঘ দিন যাবত এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। প্রত্যক্ষদর্শী উজ্জ্বল নামের স্থানীয় এক বাসিন্দা জানান, শুভ শেখ, রাকিব, শুভ হাওলাদার, মোঃ আদর আসামীদের মাদক বিক্রির কাজে বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং সময় সুযোগের অপেক্ষায় থাকেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার শুভ শেখ, রাকিব, শুভ হাওলাদার, মোঃ আদর নগরীর ২নং ওয়ার্ডস্থ পানির ট্যাংকির সামনে থেকে যাওয়ার সময় হুমায়ুন কথা আছে বলে তাদের পানির ট্যাংকির মধ্যে নিয়া যায়। একপর্যায়ে হুমায়ুন শুভ শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।

 

 

এ সময় শুভ প্রতিবাদ করলে মোঃ হুমায়ুন তার হাতে থাকা রামদা দিয়া তাকে কোপ দিলে তিনি তা ডান হাত দিয়া ঠেকালে হাতের বৃদ্ধা ও শাহাদাত আঙ্গুলের মাঝ বরাবর লেগে মারাত্মক রক্তাক্ত জখম হয়। এসময়,শুভর সাথে থাকা রাকিব হামলায় বাঁধা প্রদান করলে রাজিব হোসেন সাগর তার হাতে থাকা দেশীয় অস্র দিয়ে তাকেও হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। এতে তার বাম কানের পিছনে লেগে মারাত্মক্ত রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে আহতরা মাটিতে লুটিয়ে পড়লে হুমায়ূনের নেতৃত্বে সকলে মিলে তাদের এলোপাথারী মারধর করে।

 

 

এদিকে, ঘটনার পর আহতদের স্বজনরা এগিয়ে আসলে আসামীরা আরও উত্তেজিত হয়ে মামলার ৪নং স্বাক্ষী রুবেলের বসতঘরে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তাকে না পেয়ে তার বসতঘর ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ সময় রুবেলের বোন রুবি এগিয়ে আসলে ব্লেড হুমায়ন তার শরীরের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা করে। অন্যদিকে হুমায়ূনের সাথে থাকা সাগর ও নিজাম ফকির রুবেলের বসতঘরের আলমারী থেকে ২ ভড়ি ওজনের স্বর্নলংকার এবং আলমারী থেকে ৪৭ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

 

আহতর পরিবার জানান, আসামীদের বিরুদ্ধে কাউনিয়া থানাসহ একাধিক থানায় মাদকদ্রব্য ইয়াবা,গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ও ইভটিজিং মামলা চলমান রয়েছে। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ নুরে আলম জানান, এরকম একটি মারামারি এবং লুটপাটের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।