• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ১৯:২৪ অপরাহ্ণ
বরিশালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশালঃ বরিশালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার গণসংহতি আন্দোলনের আয়োজনে দিনটি পালন করা হয়।

প্রথমে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে অশ্বিনী কুমার হল চত্বরে সভা হয়। সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।

বক্তব্য রাখেন সংগঠনের জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মিজানুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল বিভাগের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খোকন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য অধ্যাপক আবুল কাশেম তালুকদার, নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগের সভাপতি শেখ আবুল হাসেম, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য হাছিব আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব প্রমুখ।
সভার সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিন।