• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে মহিলা দু”গ্রুপের চুলোচুলি

admin
প্রকাশিত জুন ১৭, ২০১৯, ১৬:৩৪ অপরাহ্ণ
বরিশালে মহিলা দু”গ্রুপের চুলোচুলি

কাজীরহাট প্রতিনিধি ॥ কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের বৌ-বাজার সংলগ্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলা দু”গ্রুপের মধ্যে চুলোচুলি অতঃপর মাথার চুল টেনে উপড়ে ফেলা ও মরিচের গুড়ো চোখের মধ্যে নিক্ষেপ করেছে ঘটনায় কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে, প্রবাসী স্বপন খাঁেনর স্ত্রী রিনা বেগমে (৪০)”র সাথে একই বাড়ীর লাল মিয়া হাং”র মেয়ে লাকি (২৩)”র সাথে বিরোধ বাধে। লাকি বেগম জানায়, জমি বিরোধের ঘটনায় গত ১০ ইং রমজান বিকাল ৪ ঘটিকায় ঝগড়া বাধে এক পর্যায় রিনা বেগম সহ শ্বাশুরী রিজিয়া (৬০), আকলিমা. লামিয়া, লাবুনী মিলে বেদম মারপিট করে। পাশের বাড়ীর ইসমাইল হাং (৬০), ফাতেমা বেগম (৩৫), আমির হোসেন খানঁ আমাকে ধরে রাখে সুযোগে রিনা বেগম আমার মাথার চুল উপড়ে ফেলে এবং লাবুনী মরিচের গুড়ো এনে আমার চোখে মেখে দেয় এবং ফাতেমা ঝাড়– দিয়ে পিটাতে থাকে।

আমি চিৎকার করলে আমমার মা রাশিদা (৪৫) পিতা লাল মিয়া এগিয়ে আসলে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। অবশেষে ঐ দিনেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ভর্তি হই। কাজীরহাট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি।

থানা পুলিশ স্থানীয় ভাবে মিমাংশা করার কথা বলেছে আগামী শুক্রবার। আমি থানায় অভিযোগ করিয়াছি বলে আমাকে হুমকি দিচ্ছে ফাতেমার স্বামী আমির খাঁন। প্রবাসীর স্ত্রী রিনা বেগমের সাথে আলাপ করলে তিনি জানায়, জমি নিয়ে বিরোধ ঘটনা মিথ্যে আমার বসত ঘরে বহিঃরাগত পুরুষের আনাগোনা।

আমি অন্য পুরুষদের সাথে কথাবার্ত বলি এই সন্দেহ করিয়া রাত জেগে লাকি বেগমও মার মা রাশিদা আমার ঘরের পিছনে দাড়িয়ে থাকে এ নিয়ে বিরোধ চলে অঅসছে র্দীঘদিন যাবৎ। ইসমাইল হাং কে দিয়ে আমার ঘরের কাজ করিয়ে থাকি উপড়ের চাল দিয়ে পানি পড়ে এ জন্য কিন্তু ইসমাইল হাং”র আমার বসত ঘরে কি কারনে আসে এর জবাব চায়।

মাথার চুল ও মরিচের গুড়ো সর্ম্পকে জানতে চাইলে তিনি অস্বিকার করে বলে ওরা আমাদের উপর ঘটনা ঘটিয়াছে।