• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে মহিলা দল নেত্রী ইয়াবাসহ আটক

admin
প্রকাশিত মে ২৭, ২০১৮, ১৮:৫২ অপরাহ্ণ
বরিশালে মহিলা দল নেত্রী  ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়া এলাকায় থেকে ইয়াবাসহ মহিলা দল নেত্রী ও তার যুবদল নেতা স্বামীকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে কাউনিয়া পানির ট্যাংকির সামনে থেকে তাদের আটক করে র‌্যাব-৮ এর একটি বিশেষ টিম। এসময় তাদের কাছ থেকে প্রায় দুইশত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর সহকারী পরিচালক সোহেল রানা প্রিন্স।

আটককৃত মাদক ব্যবসায়ী দম্পতি হলো- বিসিসি’র ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জোহরা খান সাথী ও তার স্বামী যুবদল নেতা শওকত হোসেন। র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মহানগরীর কাউনিয়া থানায় মামলা করেছেন।

মেজর সোহেল রানা প্রিন্স জানান, দেশ ব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে র‌্যাব-৮ তাদের আওতাধিন ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া পানির টেংকি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ইয়াবা সহ মহিলা দল নেত্রী সাথী ও তার স্ত্রী শওকতকে আটক করা হয়। র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‌্যাব-৮ এরই কর্মকর্তা।