বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ড করাতে এসে নারীসহ ৩ ভারতীয় নাগরিক আটক হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ভারতের উরিশ্যা বলাঙ্গির জেলার পাটনাগর উপজেলার বনকাবিহার গ্রামের শ্যাম সুন্দর বড়িয়ার মেয়ে সাবিত্রী বড়িয়া(২৯), তার স্বামী এবায়দুল হাওলাদার (২৬) ও ভাষুর এনামুল হাওলাদার। সূত্রে জানা যায়- সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার ও ইউপি সদস্য মোঃ হারুণের দেয়া ভূয়া প্রত্যায়নপত্র ও জন্মনিবন্ধন নিয়ে ভারতের নাগরিক উজিরপুরে অবৈধভাবে ভোটার আইডি কার্ড করতে আসলে নির্বাচন অফিসার নারীসহ ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ভারতের উরিশ্যা বলাঙ্গির জেলার পাটনাগর উপজেলার বনকাবিহার গ্রামের শ্যাম সুন্দর বড়িয়ার মেয়ে সাবিত্রী বড়িয়া(২৯)কে ৭ বছর পূর্বে উজিরপুর উপজেলার সাতলা ৬নং ওয়ার্ডের মৃত আব্দুস সালাম হাওলাদারের ছেলে এবায়দুল হাওলাদার (২৬) এর বিবাহ হয়। তবে কোন কাগজপত্র দেখাতে পারেনি। ৮ ফেব্রুয়ারি সাবিত্রীর নাম পরিবর্তন করে হালিমা খানম লিখে ভুয়া কাগজপত্র তৈরি করে উজিরপুর উপজেলা নির্বাচন অফিসে দাখিল করেন। এসময় সন্দেহ হলে নির্বাচন অফিসার আব্দুর রশিদ তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যপারে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, দুপুর ২টার দিকে ভোটার আইডি কার্ড করার জন্য ভূয়া কাগজপত্র জমা দেন তারা। এরপর তাদের মুখের ভাষা শুনে সন্দেহ হওয়া অনুপ্রবেশকারী নারীসহ ৩ জনকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এছাড়াও সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার ও ইউপি সদস্য মোঃ হারুন দুজনে মিলে ভূয়া প্রত্যায়নপত্র ও জন্মনিবন্ধন দেন। ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার জানান- ভুল বুঝিয়ে প্রত্যায়ন নেয়া হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, জিঙ্গাসাবাদ চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।