• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বেদেদের ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

admin
প্রকাশিত জুলাই ৬, ২০১৯, ১৬:২১ অপরাহ্ণ
বরিশালে বেদেদের ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥

আজ ৬ জুলাই সকল ১১ টায়। বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদফতরের আয়োজনে বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রর হল রুমে। বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মামুন তালুকদার উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল আরো উপস্থিত ছিলেন আবদুর রশীদ খান, অধ্যক্ষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা বরিশাল, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

বেদে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণে ৫০ জন অংশগ্রহনকারী প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন, নগদ ১২০০০/- হাজার টাকা এবং সনদ পত্র বিতরণ করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল।