• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সন্মাননা প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৫, ২০২৪, ১৬:২৭ অপরাহ্ণ
বরিশালে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সন্মাননা প্রদান

শামীম আহমেদ ॥ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারকে সন্মাননা প্রদান করা হয়েছে। এর আগে আজ সোমবার বেলা সাড়ে বারোটার দিকে ইউনিটির মিলনায়তনে অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগী অনুষ্ঠিত হয়।

চিত্রাংকন প্রতিযোগীতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মিথুন সাহা। বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সন্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল। সবশেষে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অজয় দাশগুপ্ত ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী নাটু বাবুর সহধর্মিনী ছায়া রায় চৌধুরীর হাতে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। পরে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।