• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫, ১৫:২২ অপরাহ্ণ
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এ স্লোগানে বরিশালে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বরিশাল জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে দিবসটি পালন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আইউব আলী হাওলাদার।

সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতার প্রতীক সাদাছড়ি এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানাতে ১৯৬৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।