• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা

বিডিক্রাইম
প্রকাশিত মে ৩, ২০২১, ১৫:১৫ অপরাহ্ণ
বরিশালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক॥ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে) উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ মে ) দুপুর ১২টায় রির্পোটার্স ইউনিটি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেষ্ঠ্য সাংবাদিক সুশান্ত ঘোষ, আলী জসিম,গাজী শাহ রিয়াজ,বাপ্পী মজুমদারসহ বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু আজ বিভিন্ন কারণে দেশে সাংবাদিকতা করা দুর্বিষহ হয়ে দাড়িঁয়েছে। সংবাদ প্রকাশে কারো স্বার্থে আঘাত লাগলে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটছে। তাই সাংবাদিকদের অবসর ভাতা, ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি করেন।

সভার শুরুতে করোনায় আক্রান্ত হয়ে যে সকল সংবাদ কর্মী মৃত্যুবরণ করে তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।