বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে বিশ^ পর্যটন দিবস পালিত হয়েছে শনিবার। এ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় বরিশাল কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন।
পরে এক বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়নে পর্যটন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তাগণ দেশে ও সমাজের উন্নয়নে পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন। সভায় অন্যান্যের মধ্যে টুরিস্ট পুলিশের বরিশাল অঞ্চলের অতিরিক্ত ডিআইজি অনির্বাণ চাকমা সহ স্থানীয় একটি তিন তারকা হোটেলের ব্যবস্থাপক এবং গণমাধ্যম কর্মীসহ সেচ্ছাসেবী প্রতিষ্ঠান- ‘বিডি ক্লিনার সদস্যগণ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তাগণ জানান, বরিশাল সহ দক্ষিণাঞ্চলে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা থাকলেও তা নিয়ে কোনো সমন্বিত উদ্যোগ নেই। এমনকি বরিশালই একমাত্র বিভাগীয় সদর যেখানে আজো রাষ্ট্রীয় পর্যটন করপোরেশনের কোনো স্থাপনা গড়ে তোলা হয়নি।
অথচ এ লক্ষ্যে জমি লীজ গ্রহণ করে গত ৭বছর যাবত পর্যটন করপোরেশন ইজারার অর্থ পরিশোধ করে আসছে। সভায় বক্তাগণ অবিলম্বে বরিশাল পর্যটন মোটেল ও ট্যুরিজম ট্রেনিং সেন্টার প্রকল্পটি অনুমোদন করে অবাকাঠামো নির্মাণ কাজ শুরুরও দাবি জানান।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, বরিশালে পর্যটন শিল্পের বিকাশে আমাদের সবার সমন্নিত উদ্যোগ প্রয়োজন। তিনি পর্যটন মোটেল প্রকল্পটি বাস্তবায়নে মন্ত্রণালয়ে কথা বলবেন বলেও জানান।
অক্টোবর মাসের মধ্যে পুনরায় ঢাকা-বরিশাল রুটে প্যাডেল স্টিমার চালু হবে বলেও জানান জেলা প্রশাসক।
একই সাথে জেলা প্রশাসক সহ অন্যান্য বক্তাগত পর্যটক বান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে বরিশালকে আরো পরিচ্ছন্ন রাখা সহ খালগুলোর প্রবাহ ঠিক রাখতে সকলকে সচেতন হবারও আহ্বান জানান।