শামীম আহমেদ ॥ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতন হোন, পরীক্ষা করার,
টিকা নিন, চিকিৎসা নিন এই শ্লোগান নিয়ে বরিশালে
বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় দিকে বরিশাল
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের চত্বরে সূর্যের হাসি
নেটওয়ার্ক’র আয়োজনে সিনিয়র ম্যানেজার ডা.মোস্তাফা
আল নাঈম এর সভাপতিত্বে র্যালীতে প্রধান অথিথি হিসেবে
উপস্থিত ছিলেন বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান,
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিলসহ অনণ্যরা।
আলোচনা সভা শেষে র্যালীটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন
সড়ক প্রদক্ষিণ করেন।