• ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে বিনামূল্যে বীজ ও সার পেল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ১৯:৩০ অপরাহ্ণ
বরিশালে বিনামূল্যে বীজ ও সার পেল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

বরিশালে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজির (হাইব্রিড ও ইনব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসারসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে, যাতে তারা আগাম মৌসুমে উন্নতমানের সবজি উৎপাদন করতে পারেন।