বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীর টরকী বন্দর হাইস্কুল রোডের মার্কেটের নির্মাণাধীন দোতলায় এই দুর্ঘটনা ঘটে। আমান সিলেট জেলার শ্রীমঙ্গল থানার বিশামনি গ্রামের মৃত মোহন সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টরকী বন্দরের পোল্ট্র্রি ফিড ব্যবসায়ী ও শিকদার মার্কেটের মালিক মামুন শিকদার কোরবানির গরুর মাংস কাটার জন্য শ্রমিকদের দায়িত্ব দেন। বৃহস্পতিবার সকালে মার্কেটের নির্মাণাধীন দোতলায় গরুর মাংশ কাটার স্থান পরিস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আমান সরদার (৫৫)। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমানের মরদেহ উদ্ধার করে। কিন্তু মৃতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।