• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১, ২০২৪, ১৪:০৯ অপরাহ্ণ
বরিশালে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শামীম আহমেদ ॥ বিদ্যুৎখাতে খাতে ভুলনীতি ও দূর্নীতির দায় জনগণ নেবে না এই শ্লোগানকে সামনে রেখে বিদ্যুতের মূল্যবৃদ্ধির অযৌক্তিক গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা।

আজ শুক্রবার (১লা মার্চ সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়। অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,বিরেন রায় ও বিজন সিকদার প্রমুখ। পরে সদররোডস্থ সমাবেশস্থল থেকে এক এক বিক্ষোভ মিছিল বেড় হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদররোড এসে শেষ হয়।