• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বিদ্যালয়ের বই বিক্রি ॥ প্রধান শিক্ষক মকবুল বরখাস্ত

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯, ২০:৫৬ অপরাহ্ণ
বরিশালে বিদ্যালয়ের বই বিক্রি ॥ প্রধান শিক্ষক মকবুল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বিডি ক্রাইম ॥ বরিশালে বিদ্যালয়ের বই বিক্রির ঘটনায় প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

সূত্র জানায়, আজ সোমবার সকালে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার বই বিক্রি করতেছিলো ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহম্মেদ ও দপ্তরী (নৈশ প্রহরী) রেজাউল ইসলাম।

পরে বরিশালের উদ্দেশ্য রওয়ানার চেষ্টার সময় স্থানীয় জনতা বইসহ হাতেনাতে আটক করে তাদের।

স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের গত ২০১৭-১৯ সালের বই শিক্ষার্থীদের দেয়ার পরে যা অতিরিক্ত ছিলো সেই বই ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও সুন্দবন নেভিগেশন কোম্পানির প্রায় ৫০০-৬০০ ক্যালেন্ডার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবৈধভাবে বিক্রি করেছেন। পরে আমরা স্থানীয়রা বই ও ক্যালেন্ডারসহ ট্রাকটিকে আটক করি।

এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহম্মেদকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন জেলা প্রশাসক।

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মাহমুদুল হাসান বিডি ক্রাইমকে জানায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহম্মেদ প্রায় দুই হাজার বই বিক্রি করেছিলো। পরে আমরা সেই বই উপজেলা শিক্ষা অফিসে নিয়ে আসি।

বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান বিডি ক্রাইমকে বলেন, বিদ্যালয়ের বই বিক্রির ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহম্মেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল আহম্মেদের বিরুদ্ধে এর পূর্বেরও নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।