বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলার ছয় আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হয়।
বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে প্রাপ্ত তথ্যে জানা যায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
জানা যায়, বরিশাল-১ আসনে নৌকার আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনে ১৪ দলের সমর্থিত নৌকার প্রার্থী রাশেদ খান মেনন, বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ও বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন।