শামীম আহমেদ॥
বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা করেছে।
আজ শনিবার ৬ জুলাই সন্ধ্যায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবুর রহমান সরোয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন সহ বরিশাল বিভাগের ৬ জেলার বিএনপি সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।