• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৭, ১৯:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন করেছে মহানগর বিএনপি । রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচীব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়দ মাহাবুবুর রহমান পিন্টু, জেলা যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন প্রমূখ। মানববন্ধনে সভাপতির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, এই সরকার অগনতান্ত্রিক সরকার। জনগনের ভোটে নির্বাচিত নয় বলেই এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। যারা ঘর থেকে বের হচ্ছে তারা ফিরে আসছে না। এই সরকার ক্ষমতায় আসার পূর্বে বিচারবহির্ভূত হত্যাকান্ড করবে না বলে অঙ্গীকার করলেও এই হত্যাকান্ড চালিয়েই যাচ্ছে । দেশে গনতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির সকল নেত্রীবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।