• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪, ১৮:২৯ অপরাহ্ণ
বরিশালে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়ে বরিশালে আদালত বর্জন এবং প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা জজ আদালত চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি মহসীন মন্টু সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু ও শহীদ হোসেন সহ অন্যান্যরা।