• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বাসচাপায় নিহত ১

বিডিক্রাইম
প্রকাশিত মে ২, ২০২৪, ২২:৫৩ অপরাহ্ণ
বরিশালে বাসচাপায় নিহত ১

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাসের চাপায় মোহাম্মদ জিহাদ (২৬) নামে এক বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। নিহত জিহাদ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তিনি বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহণের (বাস) হেলপার ছিলেন।

পুলিশ পরিদর্শক লোকমান হোসেন জানান, টার্মিনালে থামানো সৌখিন পরিবহণ নামে একটি বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন জিহাদ। এ সময় জোহান পরিবহণের একটি বাস ব্রেক ফেল করে জিহাদকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত৭ ঘোষণা করেন। পুলিশ পরিদর্শক লোকমান আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।