• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে বই উৎসবে প্রাণবন্ত‌ শিক্ষার্থীরা

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৪, ১৭:৩২ অপরাহ্ণ
বরিশালে বই উৎসবে প্রাণবন্ত‌ শিক্ষার্থীরা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বরিশালে নতুন বছরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে পর্যাক্রমে বরিশালের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাঙ্গনগুলোতে বই বিতরণ করা হয়।

সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম এরপর সরকারি জিলা স্কুল এবং মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিন বিদ্যালয়ে অতিথি হিসেবে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বই উৎসব উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিধিরা স্বতস্ফুর্তভাবে বই উৎসবে অংশহণ করেন।

সরকারি হিসাব আনুসারে বরিশাল বিভাগে ৬ হাজার ২৪৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক স্তরে বরিশাল বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৬২ হাজার ৫৭২ জন। বইয়ের চাহিদা রয়েছে ৫০ লাখ ৩৩ হাজার ৩৮২ টি বই। যার শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।

প্রাথমিক স্তরে বরিশাল জেলার মোট শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৩৭ জন। বইয়ের চাহিদা রয়েছে ১৩ লাখ ৪ হাজার ৯৭৭ টি বই। যার শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে । বরিশাল জেলায় সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৫৯৪ টি। প্রাক প্রাথমিকে ২ টি বই, ১ম ও ২য় শ্রেনীর শিক্ষার্থীদের ৩ টি করে বই এবং ৩য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের ৬ টি করে বই দেয়া হয়।

উচ্চ মাধ্যমিক, দাখিল, কারিগরি সহ বরিশাল জেলায় মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী ৪ লাখ ৪২ হাজার ৫০১ জন। বইয়ের চাহিদা রয়েছে ৩৭ লাখ ৮৮ হাজার ৫৯৬ টি। পাওয়া গেছে ২৬ লাখ ৭৮ হাজার ৪৪২ টি। বিতরন করা হয় ২৫ লাখ ১৩ হাজার ৯৭২ টি। প্রাপ্তির হার ৭০ দশমিক ৬৯ শতাংশ। বরিশাল উপজেলা ২০৩ টি প্রাথমিক বিদ্যালয়ের এ উৎসব হয়েছে।