• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ফ্যাসিস্ট তারকাদের ছবিতে জুতানিক্ষেপ কর্মসূচি

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ২১:০৬ অপরাহ্ণ
বরিশালে ফ্যাসিস্ট তারকাদের ছবিতে জুতানিক্ষেপ কর্মসূচি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল নগরীতে ‘ফ্যাসিস্ট তারকাদের’ ছবিতে চুনকালি মেখে জুতানিক্ষেপ কর্মসূচি পালন করেছে জুলাই রেভ্যুলশনারী অ্যালায়েন্স।

রোববার (১৭ আগস্ট) বিকেলে অশ্বিনী কুমার হলের সামনে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়।

এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার নেতা মোহন হোসেন, নাজমুল হোসেন, আসিফ আলী ও কেএম জুনায়েদ।

বক্তারা বলেন, বাকশাল ও ২০২৪ সালে স্বৈরাচারী হাসিনার পতনের পরও সুবিধাভোগী কিছু তারকা পুনরুত্থানের কার্যক্রমে অংশ নিয়েছে।

গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে নানা সুবিধা নেওয়া এসব তারকা এখন দায়মুক্তি পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছে। তবে সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবে না। কারণ দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।