নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র এনামুল খান ওরফে রিফাতের বিরুদ্ধে এক নাবালিকা কিশোরীকে নিয়ে পালানোর অভিযোগ পাওয়া গেছে।
রিফাতের কিছু বন্ধুরা জানান, রিফাতের সাথে অই মেয়েটির ফেইসবুক ও পড়াশুনার সূত্র ধরে তাদের মাঝে তৈরি হয় বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেম। যার পরিপ্রেক্ষিতে গত ২৯ জুন সকালে ওই দু’জন প্রেমের টানে অজানা উদ্দেশে পাড়ি দেয়। এবিষয়ে রিফাতের পিতা জালাল আহম্মেদ জানান, রিফাতের সাথে আজ দুই দিন হয় কোনো যোগাযোগ নেই। আমিও আমার ছেলেকে খুজতেছি । ওর সকল বন্ধুদের কাছে যোগাযোগ করে কোনো খবর না পেয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে কিশোরীর মা মাহফুজা আক্তার অভিযোগ করে বলেন- এনামুল খান ওরফে রিফাত ১৫ বছরের এক কিশোরীকে নিয়া পালাতক রয়েছে। গত ২৯ জুন তারিখ কিশোরী বাসা থেকে বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া কলেজের উদ্দেশে বের হলে রিফাত কিশোরীকে ফুসলিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে য়ায় ।
কিশোরী বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের কলেজ রোড মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করেন।
জানা গেছে- রিফাত বরিশাল সদর উপজেলার পশুরীকাঠী চাঁদের হাট গ্রামের জালাল আহম্মেদের ছেলে । পশুরীকাঠি এলাকায় রিফাত বাজে ছেলে হিসাবে পরিচিত। এবং বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকায় একটি বাসায় ভাড়া থেকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পড়াশোনা করে ।