• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১৯:৪৯ অপরাহ্ণ
বরিশালে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল জেলায় আজ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৪ টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ২ বান্ডিল করে মোট ১২৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে গৃহনির্মাণ বাবদ ৬ হাজার টাকা করে মোট তিন লাখ ৮৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।