• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত মে ১৫, ২০২৪, ১৪:৪৬ অপরাহ্ণ
বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে হায়দার আলী সিপাই নামে এক যুবলীগ নেতা গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় বাকেরগঞ্জ বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হায়দার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওলিয়াপুর গ্রামের আলতাফ সিপাইর ছেলে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন জানান, উপজেলার আওলিয়াপুর গ্রামের হায়দার আলী সিপাই তার ‘MD Hayder’ নামের ফেসবুক আইডি থেকে সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ব্যঙ্গোক্তি করে পোস্ট করেন এবং সেই পোস্টের নিচে অশ্লীল মন্তব্য করেন। এ ঘটনায় সৈয়দ সরোয়ার নামের এক ব্যক্তি বাকেরগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।