বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বিয়ের প্রলোভন দিয়ে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করেছে একই এলাকার বখাটে এক যুবক। এতে ওই প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা হয়। এঘটনায় ওই যুবতীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন বরিশালের আগৈলঝাড়ার চাঁত্রিশিরা গ্রামের পলাশ সরদার (৪৫) বিরুদ্ধে।
অভিযুক্ত ধর্ষকে গ্রেফতার করে শনিবার সকালে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নিদের্শে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থারীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মৃত.রহিম সরদারের ছেলে পলাশ সরদার একই এলাকার এক প্রতিবন্ধী যুবতী(৩৮) কে ১লা ফেব্রুয়ারী রাতে তারবাড়ি আসলে ধর্ষণ করেন।
এঘটনা কাউকে না জানাতে যুবতীকে হুমকি দেন ধর্ষক পলাশ সরদার। প্রতিবন্ধী যুবতীর শারীরিক পরিবর্তন হলে তার পরিবারের নজরে আসে।
১৩ জুলাই ডাক্তারী পরিক্ষায় ধরাপরে যুবতি ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপরে যুবতী সবকথা বলে দেয়। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ১৩ জুলাই আগৈলঝাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে, যার নং-৪।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মামলার পরথেকে আসামি পলাশ সরদার পালাতক ছিল।
তাকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সদর থেকে ৩১ জুলাই রাতে গ্রেফতার করি। শনিবার সকালে ধর্ষকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নিদের্শে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।