• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯, ১৫:৩৪ অপরাহ্ণ
বরিশালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার :

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি শুরু করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (০২ জুলাই) সকাল ৯ টায় বরিশাল নগরের সদররোডস্থ অশ্বিনী কমুার হল চত্ত্বরে অবস্থান করে কর্মসূচি পালন শুরু করে। যা চলবে বেলা ১ টা পর্যন্ত।

কর্মসূচিতে বরিশাল জেলার ৬ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের বরিশাল জেলার সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য নুরুজ্জামান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সকল প্রকার সরকারি সুবিধা বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার জন্য একদফা দাবি বাস্তবায়নের আহ্বায়ক জানান। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান সাংগঠন নেতারা।

এদিকে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি চলার পাশাপাশি আজ সকাল ৬ টা আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত সড়ক বাতি, কঞ্জারভেন্সী সেবাসহ অন্য সকল দাপ্তরিক সেবা বন্ধ রয়েছে বলে জানান নেতৃবৃন্দ। বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন বলেন, বরিশাল জেলার ৬ টি পৌরসভার পাশাপাশি বিভাগের ২৭ টি পৌরসভায় আজ এ কর্মসূচি চলছে। এ কর্মসূচিতে বরিশাল জেলার ৫ শত কর্মকর্তা-করমচারীসহ বিভাগের ২ হাজার ৩ শত কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেছে। গতকাল সোমবার সকাল ৯ টায় পৌরসভা কার্য়ালয় চত্বরে অবস্থান নিয়ে তাঁরা কর্মবিরতি পালন শুরু করেন, যা চলে বিকল ৫টা পর্যন্ত।