• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৩, ২০২৪, ২০:০৬ অপরাহ্ণ
বরিশালে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

শামীম আহমেদ ॥ বরিশালে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। আজ বুধবার (১৩) মার্চ দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার সানুহারে পথচারী কিশোরকে চাঁপা দিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে গেছে।

এ ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০ জন। স্থানীয় সুত্রে জানাগেছে, বেনাপোল- বরিশালগামী চাকলাদার পরিবহনের বাস সানুহার বাসস্ট্যান্ডের সম্মুখে কাসেম হাওলাদারের বাড়ি অতিক্রম করে বরিশাল যাওয়ার পথে ওই এলাকার বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫) রাস্তা পাড়াপাড় করার সময় বেশ গতিতে থাকা চাকলাদার পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে সুমন সরদার নিহত হন। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে, বরিশালের বাবুগঞ্জে থ্রি-হুইলার (মাহেন্দ্রা) নিয়ন্ত্রণ হারিয়ে ছায়েদুর রহমান (৭৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছে থ্রি-হুইলার চালকসহ বেশকয়েকজন। নিহত ছায়েদুর মাদারীপুরের কালকিনির দক্ষিণ রামারপোল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের যাওয়ার জন্য গৌরনদী থেকে থ্রি-হুইলারে রওনা দেয় বেশ কয়েকজন মুসল্লি। বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট এলাকায় পৌঁছলে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের ওপর আছরে পড়ে। এতে থ্রি-হুইলারের চালকসহ সবাই কমবেশি আহত হয়।