বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে নতুল্লাবাদ শেরেবাংলা সড়কে পাওনা টাকা চাওয়াতে মোঃ রোজু নামক এক ব্যক্তিকে হাতুড়ি পেটা করে খালেদ নামক এক ব্যক্তি। বুধবার (২১ফেব্রুয়ারি) মোঃ রোজুকে তার ভাই পাওনা টাকা চেয়ে আনতে বললে মোহাম্মদ খালেদ তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে মোহাম্মদ রোজু যখন তার প্রতিবাদ করে তখন তার মাথার ওপর চায়ের কাপ ভেঙে ফেলে এবং পাশের এক দোকান থেকে হাতুড়ি নিয়ে তাকে এলোপাথাড়ি ভাবে আঘাত শুরু করে।
বর্তমানে মোহাম্মদ রাজু শেরে বাংলা মেডিকেলে ভর্তি রয়েছে। মোঃ রোজুর সাথে যোগাযোগ করলে তিনি জানায় বিমানবন্দর থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন এবং আমরা আরো জানতে পারি এই খালিদ নিজেকে পুলিশ সদস্য হিসেবে দাবি করে এবং এলাকার বিভিন্ন জায়গা থেকে চাঁদা উত্তোলন করে থাকে।