• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ আটক ২

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
বরিশালে পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ আটক ২

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল:
বরিশাল নগরীতে পৃথক অভিযানে ১১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর (সোমবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা শাখা ও স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর সদস্যরা।

বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে একটি টিম রাত ১০টা ১০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর পশ্চিম ইছাকাঠি বরিশাল-ঢাকা মহাসড়কের “লাদেন সড়ক” এলাকায় অভিযান চালায়। এসময় নোয়াখালীর চরজব্বার এলাকার নুর উদ্দিন (৩৪) কে আটক করা হয়। তার কাভার্ড ভ্যানের কেবিন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, একই রাতে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে অপর একটি টিম রাত ১০টা ৩০ মিনিটে নগরীর ৯ নম্বর ওয়ার্ডস্থ হোটেল রোদেলার সামনে অভিযান চালায়। এসময় ঝালকাঠির নলছিটি উপজেলার মনির হোসেন বাবু (৩৫) কে আটক করে পুলিশ। তার হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিএমপি জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।