বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), বিএমপি এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ জুলাই রবিবার সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), বিএমপি কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বিএমপি’র সভানেত্রী জাকিয়া সুলতানা (সহধর্মিনী বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম)।
বাঁচতে হলে গাছ লাগাতে হবে, নিশ্বাস নিতে হলে পরম যত্নে পরিচর্যা করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু! শুধুমাত্র গাছ লাগালেই হবে না, পরিচর্যা করতে হবে যতদিন অব্দি গাছ বেড়ে না উঠে। তারই ফলশ্রুতিতে আজ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বিএমপি এর মাননীয় সভানেত্রী জনাব জাকিয়া সুলতানা বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেছেন, তার মধ্যে ছিলো আম ও নারকেল গাছ।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিরিন সুলতানা (সহধর্মিনী উপ-পুলিশ কমিশনার ট্রাফিক/সাপ্লাই/সিএসবি মোঃ শরফুদ্দীন), তানিয়া সুলতানা (সহধর্মিনী উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট মোহাম্মদ ইমদাদ হুসাইন), মৌমিতা সাহা রিংকি (সহধর্মিনী অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পলাশ কান্তি নাথ), যারীন তাসনিম (সহধর্মিনী অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার সিএসবি মোঃ অপু সারোয়ার), মরিয়ম আক্তার মীরা (সহধর্মিনী সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া মোঃ মশিয়ার রহমান), বর্ণা চক্রবর্তী (সহধর্মিনী সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি অলক কান্তি শর্মা)।