• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে পিআইবি’র তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ১৮:৪৯ অপরাহ্ণ
বরিশালে পিআইবি’র তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-এর উদ্যোগে সোমবার (১ সেপ্টেম্বর) থেকে বরিশাল সার্কিট হাউজে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ’ শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-এর মহাপরিচালক ফারুক ওয়সিক এ প্রশিক্ষণের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু’র সভাপতিত্বে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বরিশালের জ্যেষ্ঠ গনমাধ্যম কর্মী ও মুক্তিযুদ্ধের রণাঙ্গনের পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ’র সম্পাদক নুরুল আলম ফরিদ ও দৈনিক ইনকিলাব-এর ব্যুরো প্রধান মোঃ নাছিম উল আলম বক্তব্য রাখেন।

 

দৈনিক নয়া দিগন্ত’র ব্যুরো প্রধান আজাদ আলাউদ্দিন’এর সঞ্চালনায় তিনদিনব্যাপী এ মাল্টিমিডিয়া প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ইউল্যাব’এর অ্যাডজাঙ্কট ফ্যকাল্টির নাজিয়া আফরিন মনামী, ডেফোডিল বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ও পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিক বক্তব্য উপস্থাপন করছেন।