• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ১৯:২২ অপরাহ্ণ
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের মুলাদীতে পানিতে ডুবে জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে সে বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে মারা যায়। জান্নাত উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের মো. মাসুম সরদারের মেয়ে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।

জান্নাতের নানা মো. রাকিব হোসেন জানান, সোমবার বিকেল ৩টার দিকে জান্নাত বাড়ির সামনে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায়।

পরে তাকে দেখতে না পেয়ে পুকুরে জুতা ভাসতে দেখে খোঁজ শুরু হয়। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, জান্নাতকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিলো।