• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোর আহত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৪, ২০:৩৬ অপরাহ্ণ
বরিশালে পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোর আহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের মুলাদীতে ঈদের চাঁদরাতের আনন্দে পটকা ফোটাতে গিয়ে এক কিশোর আহত হয়েছে। গতকাল বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রাকিব (১২) চরকালেখান গ্রামের মো. আলম সরদারের ছেলে। পটকা বিস্ফোরণে তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়।

মাদ্রাসা বাজারের ব্যবসায়ী ইউসুফ আলী জানান, গতকাল বুধবার রাতে রাকিব বন্ধুদের সঙ্গে পটকা ফুটিয়ে উৎসব করছিল। রাত সাড়ে ১০টার দিকে একটি পটকা তার হাতের মধ্যে বিস্ফোরিত হলে তালু ও কবজি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্বজনেরা তাকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে গতকাল রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকেরা।

মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মঈনুল হাসান বলেন, বিস্ফোরণে কিশোরের হাতের তালু ও কবজি পুড়ে যাওয়া উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।