• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে নো হেলমেট, নো ফুয়েল

বিডিক্রাইম
প্রকাশিত মে ১৮, ২০২৪, ১৬:৪৬ অপরাহ্ণ
বরিশালে নো হেলমেট, নো ফুয়েল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ নো হেলমেট, নো ফুয়েল। সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতিটি পাম্পে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন। এ সময় প্রত্যেকটি পেট্রোল পাম্পের কর্মচারীদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ মেনে চলার কথা জানান।

পাশাপাশি পেট্রোল পাম্প এলাকায় অভিযানও চালানো হয়েছে। যে সকল মোটরসাইকেল চালক হেলমেট বিহীন তেল নিতে এসেছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং সরকারের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ধারাবাহিক অভিযান করবেন বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা।