বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুরের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে ক্যাম্পাস ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে মোটরসাইকেলে অগ্নিসংযোগের তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও জানিয়েছেন, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পর ক্যাম্পাসের বাহিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এরআগে ২৪ আগস্ট দিবাগত রাত একটার দিকে ববি সংলগ্ন আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ নেতা ও ববি’র ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র তানজিদ মঞ্জুকে আটকের চেষ্টা করা হলেও তিনি দৌড়ে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, হাসিনা সরকারের সময় মঞ্জু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত। এছাড়াও চাঁদাবাজি, লুটপাট ও মারামারির মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন।