স্টাফ রিপোর্টার ॥ নারী ও পুরুষ মিলে জেন্ডার বৈষম্যদূরীকরণ ও জীববৈচিত্র রক্ষায় বরিশালে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে সংলাপ হয়েছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের হলরুমে সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে এ সংলাপ হয়। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং বাংলাদেশ এনভারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (বিইডিএস) আয়োজনে ইকোম্যান প্রকল্পের আওতায় কর্মসূচি হয়েছে।
এসময় বক্তৃতা করেন, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য রেহানা বেগম, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব শামিম আহমেদ ,ইকোম্যান প্রকল্পের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান, প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা ও ফ্যাসিলেটেটর মোঃ সাকিব।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষিত করতে পুরুষদেরও এগিয়ে আসতে হবে। নারীদের উন্নয়নে পুরুষরা পাশে না থাকলে নারীদের উন্নয়ন সম্ভব নয়। এর মাধ্যমে সমাজে আমরা নারী-পুরুষের বৈষম্য দূর করতে চাই। এছাড়া পরিবেশ রক্ষা নারী-পুরুষ একত্রে কাজ করার আহ্বান জানান বক্তারা।