• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে নতুন ৩৭ জনসহ করোনা আক্রান্ত ১৪৫৯ জন

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৯, ২০২০, ১৪:৫৭ অপরাহ্ণ
বরিশালে নতুন ৩৭ জনসহ করোনা আক্রান্ত ১৪৫৯ জন

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত ১৪৫৯ জন এবং এ রোগে মোট মৃত্যু হয়েছে ২৬ জন। সোমবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মিডিয়া সেল।

 

বরিশাল জেলার মহানগরীতে করোনায় আক্রান্ত ১ হাজার ০৮৯ জর আর সদর উপজেলা ২৪, জেলার বাকি ৯টি উপজেলায় ৩৪১ জন সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়িঁয়েছে ১ হাজার ৪৫৯। এদের মধ্যে কেবল ২৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন।

 

এদিকে জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ১৯৫ জন, জেলা পুলিশ ৪৮, নগর পুলিশ ১৯৬, আরআরএফ পুলিশ ৬, আর্মড ১, নৌ পুলিশ ২ জন, র‌্যাবর ১৬, এনএসআই ২ এবং ব্যাংকে ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বরিশাল জেলায় ৩৯৬ জন নারী এবং ১০৬৩ জন পুরুষ করোনায় আক্রান্তে তালিকায় রয়েছে।