• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৭, ২০২০, ২৩:২৬ অপরাহ্ণ
বরিশালে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত

বিডি ক্রাইম ডেস্ক: বরিশাল জেলায় নতুন করে ২৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ২৬ জন সহ অদ্যাবধি এ জেলায় ২৬০৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, আজ ০৭ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত ১২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৭৬৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আজ ০৭ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ৪৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার ০৩ জন, আগৈলঝাড়া উপজেলার ০২ জন, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বটতলা এলাকার ০৩ জন, কাউনিয়া এলাকার ০২ জন, ভাটারখাল, বাংলাবাজার, চাঁদমারি, সদর রোড, কালীবাড়ি রোড, হসপিটাল রোড প্রত্যেক এলাকার ০১ জন করে ০৬ জন, ব্যাংকে কর্মরত ০১ জন, জীবন বীমা কর্পোরেশনে কর্মরত ০২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০২ জন নার্স ও ০২ জন স্টাফসহ মোট ২৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৯৯ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৯০০ জন, উজিরপুর উপজেলায় ১৪৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১০৫ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৪২ জন, হিজলা উপজেলায় ৪৬ জন, বানারীপাড়া উপজেলায় ৫৯ জন, মুলাদী উপজেলায় ৬৪ জন, গৌরনদী উপজেলায় ৮৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৬৫ জন করে মোট ২৬০৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

 

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।