• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে দুর্ধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট 

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯, ১৬:২৮ অপরাহ্ণ
বরিশালে দুর্ধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট 

স্টাফ রিপোর্টার॥ জেলার গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মিটার পরিদর্শক মোঃ শাহজাহান বেপারীর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। একইদিন রাতে টরকী বন্দরের দ্বীপ শিখা শিক্ষা পরিবারের কম্পিউটার ও ল্যাপটপ এবং গেরাকুল গ্রামের জাকির সরদারের গৃহে চুরি সংঘঠিত হয়েছে।

ডাকাত কবলিত পরিবারের গৃহকর্তার পুত্র ফয়সাল বেপারী জানান, রাত দুইটার দিকে ১৫/২০ জন ডাকাতদল তাদের বিল্ডিংয়ের বারান্দার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে তাকে (ফয়সাল) ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে অন্য রুমের দরজা, ষ্টীলের আলমিরা ভেঙ্গে ২০ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।