বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার অভিযানে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর বাঘিয়া এলাকা থেকে ফারদিন মিয়া নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিএমপি গোয়েন্দা শাখার এসআই মো. রাকিব হোসাইনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় মো. ফারদিন মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেন তারা। আটককের কাছ থেকে ৩১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয় বিক্রয়ে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আটক ফারদিন নগরীর কালুশাহ সড়ক এলাকার মো. লাল মিয়ার ছেলে। আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।