• ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ডেঙ্গু আক্রান্তে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১৯:১৭ অপরাহ্ণ
বরিশালে ডেঙ্গু আক্রান্তে তিনজনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে ৩৩ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন-গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসিম সরকার (৩৮), বাবুল হোসেন (৩৩) এবং আবদুল হক (৬৮) মৃত্যুবরণ করেছেন। তারা তিনজনই বরগুনা জেলার বাসিন্দা।

তিনি আরও জানিয়েছেন, এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। আর এনিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে বরিশাল জেলায় ১১৬, পটুয়াখালীতে ৯৪, ভোলায় ১৯, পিরোজপুরে ২৬, বরগুনায় ১৪৪ ও ঝালকাঠিতে ১৭ জন রোগী গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুটি মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ হাজার ৬৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ২৩৯ জন। অপরদিকে চলতি বছর বরিশাল বিভাগে ৩৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন, বরগুনায় ১৪ ও পটুয়াখালীকে এক জনের মৃত্যু হয়েছে।