• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ৩

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫, ১৮:০৩ অপরাহ্ণ
বরিশালে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ৩

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামপট্টি বাজার এলাকায় জনৈক হারুন পোদ্দারের তিনতলা বিল্ডিং সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ মেহেদী হাসান। তার সঙ্গে ছিলেন এএসআই মহসিন সবুজ, এএসআই মোঃ কবির হোসেনসহ পুলিশের একটি সমন্বিত টিম।

আটককৃতদের মধ্যে রয়েছেন— মোঃ সাইফুল ইসলাম, পিতা- আবুল প্যাদা, মাতা- ছালেহা বেগম; গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার কনকদিয়া ইউনিয়নের আয়লা বেলতলী এলাকায়।

ফারজানা বেগম, পিতা- মৃত আলী মিয়া, মাতা- নিলুফা লিলুয়া; কুমিল্লা সদর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকা।

মোসাঃ সুমি, পিতা- আবুল কালাম, স্বামী- মোঃ রাসেল; কুমিল্লা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুবোপুর এলাকায় বসবাসরত।

তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএমপি মিডিয়া সেল।