বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্টদূত মি. আর্ল রবার্ট মিলার।
আজ মঙ্গলবার (৯ জুলাই) বরিশাল রেঞ্জ কার্যালয়ে এ সাক্ষ্যাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময়ে উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
৩দিনের সফরে বরিশালে এসেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় নৌপথে গ্রিনলাইনের একটি ওয়াটারবাসে বরিশাল পৌছেন তিনি।
এসময় বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম নদী বন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এর পরে তিনি হোটেল গ্রান্ড পার্কে গাড়ি বহর নিয়ে পৌঁছান।