• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ট্রলার ভর্তি ৫২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৬, ২০২৪, ১৩:৪৭ অপরাহ্ণ
বরিশালে ট্রলার ভর্তি ৫২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥  বরিশালের হিজলায় প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলার হরিনাথপুরের মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালায় অভিযানে একটি ট্রলার ভর্তি ৫২ লাখ ৩০ হাজার মিটার নতুন কারেন্ট জাল পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও ট্রলারটি জব্দ করা হয়েছে।

নিয়মানুযায়ী জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হবে এবং ট্রলারের বিষয়েও মোবাইল কোর্টে সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের হিজলা স্টেশনের পেটি অফিসার মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।