বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বরিশালে আলোচনা সভা, র্যালি, বৃক্ষরোপণসহ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অন্তবর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। এছাড়াও ববিতে আলোচনা সভা, জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান হয়েছে।
একই সময়ে ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম ও অধ্যক্ষ শেখ ড. তাইজুল ইসলাম। বিকেলে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে নিজস্ব হলরুমে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ইমদাদ হুসাইন, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ও আহতদের জন্য বরিশাল জেলা কালেক্টরেট জামে মসজিদে দোয়া হয়েছে। আলোচনা সভার শুরুতে শহীদের উদ্দেশে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
দিবসটিকে ঘিরে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এদিকে বিকেলে ববিতে শহীদদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতা, কালোব্যাচ ধারণ কর্মসূচি হয়েছে। এসব কর্মসূচিতে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, কোস্টাল স্টাডিজ ও ডিজাস্টার ম্যানেজ বিভাগের শিক্ষক ইরতেজা হাসান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খাদিজা আক্তার, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ড. গাজী জহিরুল ইসলাম প্রমুখ।