• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে জালভোট দেওয়ার চেষ্টাকালে ৪ জন আটক

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৪, ১৬:১৪ অপরাহ্ণ
বরিশালে জালভোট দেওয়ার চেষ্টাকালে ৪ জন আটক

বিডি ক্রাইম ডেস্ক,বরিশাল: বরিশাল-৫ আসনের একটি কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টাকালে চারজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে সিটি করপোরেশন এলাকার শহীদ আরজুমনি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সজল কুমার বিশ্বাস। তিনি বলেন, চারজন কিশোর জালভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। বিষয়টি সন্দেহ হলে পুলিশ চ্যালেঞ্জ করে তাদের আটক করে নির্বাচন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি সিদ্ধান্ত তাদের।

উল্লেখ্য, বরিশাল-৫ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে নৌকা ও ট্রাক প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।